মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকার মৃত. তোতা মিয়ার পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পানিশূন্য পুকুরের কাদামাটিতে মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু। পরে ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পাশের বিজিবি ক্যাম্পে অবহিত করেন। বিজিবি ঘটনাস্থলে গিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন। পরে বিজিবি ও পুলিশ মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনে অবহিত করেন। এরই প্রেক্ষিতে শনিবার মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন ৩৩ পদাতিক ডিভিশন।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, উপজেলার শশীদল ইউনিয়নে পুকুরে পাওয়া মর্টার শেলটি শনিবার নিষ্ক্রিয় করা হয়। শনিবার কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।
আরো দেখুন:You cannot copy content of this page