ব্রাহ্মণপাড়ায় বশত বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ড ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, চাল ও কম্বল দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামের সরকার বাড়ির তাজুল ইসলামের বসত ঘরসহ তিনটি ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে পরিবারের ধারণা।

বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার করলে, ক্ষতিগ্রস্ত পরিবার ও আশপাশের লোকজন আগুন নিভানোর কাজে লেগে পরে। এসময় তিনটি ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ২ ভরি স্বর্ণসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, চাল ও কম্বল দেয়া হয়। তাদের নতুন ঘর নির্মাণের জন্য টিন ও টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, পরিবারটির সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মিন্টু ও বিশিষ্ট সমাজসেবক আখতারুজ্জামান জুম্মান মালদার প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page