ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও পরিচালনা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী আবদুর রহিম, কৃষি অফিসার মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, ইউআরসি অফিসার শহীদুল ইসলাম শেখ, সহকারী শিক্ষা অফিসার রুনাক জাহান, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক কাজল সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় আগামী শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এছাড়া দল মত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page