মোঃ বাছির উদ্দিন।।
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
(১৩ জানুয়ারী) সোমবার সকাল ১০টায় উপজেলা স্কাউটস এডহক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আব্দুর রশিদ এবং গীতা পাঠ করেন রুনা রানী সরকার।
পরে সকলের অংশগ্রহনে দাঁড়িয়ে সম্মিলিত প্রার্থণা সংগীত পরিবেশন করা হয়। প্রয়াত সকল স্কাউটারদের প্রতি শোক প্রস্তাব পেশ করেন দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম এর সভাপতিত্বে ও কুমিল্লা স্কাউট এর সহকারি লিডার ট্রেনার আজহারুল করিম জেবুল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, জাতীয় পদকপ্রাপ্ত স্কাউট আবুল হাসেম আখন্দ।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাহিদা ইসলাম, প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।
সভার ১ম অধিবেশনে স্কাউট কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২য় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য নব-নির্বাচিত স্কাউট কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
এতে উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার) বলে সভাপতি এবং নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে অধিবেশন সমাপ্ত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page