ব্রাহ্মণপাড়ায় ৬ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে যৌথভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

এ সময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল এবং গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছ, নানা অনিয়মের অভিযোগে উপজেলার সদর বাজারের ছয় ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম বলেন, দ্রব্যের মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ ও উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page