
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ দুইজন যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স বুধবার সকালে উপজেলার সিদলাই ইউনিয়নের বড়ধুশিয়া-গোলাবাড়িয়া ব্রীজের পাকা রাস্তার উপরে দুইজন ব্যাক্তিকে দাড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ তাদেরকে আটক করে ব্যাগ তল্লাশী করলে ব্যাগের ভেতর থেকে ৯ কেজি গাঁজাসহ দুইজন যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- শশীদল ইউনিয়নের মানরা গ্রামের কামাল হোসেনের ছেলে মো. রাকিব (১৯) ও একই গ্রামের শাহ আলমের ছেলে মো. রমজান (২২). একইদিন সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।












