ব্রাহ্মণপাড়া চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২১ মার্চ) শুক্রবার বিকাল ৪টায় চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের আয়োজনে চান্দলা আল হেরা প্রি ক্যাডেট স্কুল মাঠে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মোঃ শরীফুল ইসলাম।

এতে চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

এসময় মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আমানত উল্লাহ মজুমদার, রহমত উল্লাহ খান, ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ), চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সহ-সভাপতি আবদুর রহমানসহ সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সবশেষে সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page