মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন “ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৭ মার্চ) সোমবার বিকাল ৩টায় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কনফারেন্সে রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এতে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী হাবিব উল্লাহ।
এসময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস, সহ-সভাপতি মো.গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও মো. আনোয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঈমাম হোসেন, প্রচার সম্পাদক আতাউল রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইউনুস সরকার, নির্বাহী সদস্য মোঃ বাছির উদ্দিন, নির্বাহী সদস্য মো. সোহেল ইসলামসহ শিক্ষক, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।
আরো দেখুন:You cannot copy content of this page