ব্রাহ্মণপাড়ায় অনুদানের অর্থে ১১টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউএনও

বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যক্তিগত অনুদানে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বেঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। সোমবার (২২ অগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজোড়া করে এসব কাঠের বেঞ্চ দেওয়া হয়।

বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, ইউআরসি ইনিসট্রাক্টর হাজেরা খাতুন।

উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রুনাক জাহান, মাসুদ ইবনে হোসাইন, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ও নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, এরশাদ মিয়া, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যক্তিগত অনুদানে উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মাসুদ সরকারের অনুদানে এসব বেঞ্চের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

বেঞ্চপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন তেতাভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনগোছ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page