ব্রাহ্মণপাড়ায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যানের খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।
আক্রান্ত হওয়ার ভয়কে উপেক্ষা করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লকডাউনে ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য সহয়তা নিয়ে ছুটছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি।

চলমান করোনা দুর্যোগে তার নিজ এলাকায় কর্মহীন হয়ে পরা হতদরিদ্র মানুষের ঘরে ঘরে যাচ্ছেন তিনি। গত শুক্রবার (৯ জুলাই) উপজেলার দুলালপুর গ্রামে “রফিক চেয়ারম্যান ফাউন্ডেশন” এর পক্ষ থেকে রাতের আধারে তিনি এসব খাদ্য সহয়তা মানুষের মাঝে পৌছে দিয়েছেন। বিতরণ অব্যহত রেখে মধ্যোরাত পর্যন্ত তার নিজ এলাকা দুলালপুর গ্রামের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, আটাসহ খাদ্য উপকরন বিতরণ করেন। এ সঙ্কট মোকাবেলায় শেষ পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রাখবেন বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি।

এ সময়, রফিক চেয়ারম্যান ফাউন্ডেশনের সদস্য আবুল হাসেম ভ‚ইয়া, সাইফুল ইসলাম ভ‚ইয়া, তাহসীন আহাম্মেদ তানভীর, স্বেচ্ছাসেবককর্মী সিহাব ভ‚ইয়া, আব্দুল কাদের ও বাছির আহাম্মেদ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page