আলমগীর কবির।।
কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন কুমিল্লা মহানগর এর উদ্যোগে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে আজ (২৮ সেপ্টেম্বর ২৪) দুপুরে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে কান্দির পাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাফিজ মাওলানা অলিউল্লাহ এর সভাপতিত্বে ও মাওলানা জামিল আহমাদ আশরাফীর পরিচালনায় বক্তব্য রাখেন -কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার যুগ্ন-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী শামসুল ইসলাম জিলানী, মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, মুফতি নাইমুল ইসলাম, মাওলানা মোসাদ্দেক আশরাফী, মাওলানা সোলাইমান, মাওলানা আমির হামজা প্রমূখ।
দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত এর মাধ্যমে সমাবেশ শেষ হয়।