১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন

ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ

  • তারিখ : ১০:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 73

কুবি প্রতিনিধি।।
ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের নিচ তলার কর্ণারে ওয়াশরুমের দেয়ালে ফাটল ধরার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে হল ভবনের কয়েকটি অংশে ফাটল ধরে সিমেন্টের আস্তরণ নিছে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি।

এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

নওয়াব ফয়জুন্নেছা হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন বলেন, ‘রুমে বিছানার ওপর বসে ছিলাম হঠাৎ কম্পন অনুভব হওয়ায় পাশের রুমমেটকে বললাম, “ভূমিকম্প হচ্ছে।” সে প্রথমে বিশ্বাস করল না। কিছুক্ষণ পর জোরে কম্পন শুরু হলো। তখন আশেপাশের কিছু জিনিস ভেঙে পড়ার মতো তীব্র শব্দ হতে লাগল। হলের যেই রুমে আমি থাকি সেটার পাশের ১০৩ নং রুমে পাশে ওয়াশরুমের অবস্থা দেখে আমি আরও ভয় পেয়ে যায়। সেখানে গিয়ে দেখি দেয়ালে বড় বড় ফাটল ধরে গেছে। আমার মনে হচ্ছে এটা অনেক ঝুকিপূর্ণ জায়গা যেখানে আমরা থাকছি। প্রশাসনের এই বিষয়ে জরুরি উদ্যেগ নেওয়া দরকার। জীবন ঝুঁকিতে রেখে থাকা অসম্ভব হবে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ভূমিকম্প সারাদেশেই হয়েছে। আমি যেখানে থাকি আশেপাশের অনেক ভবনেরই পলেস্তরা খসে পড়েছে। ভূমিকম্পনের মাত্রাটা এবার একটু প্রকট ছিলো। অনেক জায়গায়ই ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফয়জুন্নেসায়ও হয়েছে, এগুলো আসলে প্রাকৃতি বিপর্যয়। এগুলো আকষ্মিক ঘটে, এগুলো নিয়ে বলার কিছু নাই। আসলে আমরা কেহই বাস্তবতার উর্ধ্বে না। এখন যদি বলা হয় এই ভবনগুলো চেইঞ্জ করে ওয়েল ফার্নিশড ভবন আনতে সেটা তো সম্ভব না। তাও প্রতিবছর আমরা চেষ্টা করি সংস্কার করার। তাছাড়া নতুন ক্যাম্পাস চালু করলে আর তেমন সমস্যা থাকবে না।

error: Content is protected !!

ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ

তারিখ : ১০:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি।।
ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের নিচ তলার কর্ণারে ওয়াশরুমের দেয়ালে ফাটল ধরার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে হল ভবনের কয়েকটি অংশে ফাটল ধরে সিমেন্টের আস্তরণ নিছে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি।

এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

নওয়াব ফয়জুন্নেছা হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন বলেন, ‘রুমে বিছানার ওপর বসে ছিলাম হঠাৎ কম্পন অনুভব হওয়ায় পাশের রুমমেটকে বললাম, “ভূমিকম্প হচ্ছে।” সে প্রথমে বিশ্বাস করল না। কিছুক্ষণ পর জোরে কম্পন শুরু হলো। তখন আশেপাশের কিছু জিনিস ভেঙে পড়ার মতো তীব্র শব্দ হতে লাগল। হলের যেই রুমে আমি থাকি সেটার পাশের ১০৩ নং রুমে পাশে ওয়াশরুমের অবস্থা দেখে আমি আরও ভয় পেয়ে যায়। সেখানে গিয়ে দেখি দেয়ালে বড় বড় ফাটল ধরে গেছে। আমার মনে হচ্ছে এটা অনেক ঝুকিপূর্ণ জায়গা যেখানে আমরা থাকছি। প্রশাসনের এই বিষয়ে জরুরি উদ্যেগ নেওয়া দরকার। জীবন ঝুঁকিতে রেখে থাকা অসম্ভব হবে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ভূমিকম্প সারাদেশেই হয়েছে। আমি যেখানে থাকি আশেপাশের অনেক ভবনেরই পলেস্তরা খসে পড়েছে। ভূমিকম্পনের মাত্রাটা এবার একটু প্রকট ছিলো। অনেক জায়গায়ই ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফয়জুন্নেসায়ও হয়েছে, এগুলো আসলে প্রাকৃতি বিপর্যয়। এগুলো আকষ্মিক ঘটে, এগুলো নিয়ে বলার কিছু নাই। আসলে আমরা কেহই বাস্তবতার উর্ধ্বে না। এখন যদি বলা হয় এই ভবনগুলো চেইঞ্জ করে ওয়েল ফার্নিশড ভবন আনতে সেটা তো সম্ভব না। তাও প্রতিবছর আমরা চেষ্টা করি সংস্কার করার। তাছাড়া নতুন ক্যাম্পাস চালু করলে আর তেমন সমস্যা থাকবে না।