মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্টের সংবর্ধনা অনুষ্ঠান

মো হাছান।।
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার মানব কল্যাণ ট্রাষ্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংবর্ধনা ও মিলন মেলার আয়োজন করেন মানব কল্যাণ ট্রাষ্ট। শনিবার (৯ নভেম্বর) সকাল উপজেলা সদর মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ উপজেলার ১৮টি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন মানব কল্যাণ ট্রাষ্ট। এ পর্যন্ত বিভিন্নভাবে উপজেলার ৯০টি হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেন মানব কল্যান ট্রাষ্ট।

মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্টের প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ্ ও দপ্তর সম্পাদক মোঃ সোহরাব খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম মনসুর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজ সেবক ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক বাহারুল আলম বাবর, মানব কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা, মুফতি আবু সুফিয়ান আনিস আল মাদানী, উপদেষ্টা ও লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ,মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আব্দুর রহমান জাবেরী, মোঃ আলাউদ্দিন।

ভাচুর্য়াল বক্তব্য রাখেন, মানব কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মওদুদ আহম্মদ জিহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান রনি, আমেরিকান প্রবাসী অনিক চক্রবর্তী, বাহারাইন প্রবাসী সাংগঠনিক সম্পাদক মোঃ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জিএম মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্ট এর সহ সভাপতি সহেল রানা, দপ্তর সম্পাদক একে মামুন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মহাসিন ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক বায়জিদ হোসেন বাবু, কার্য নির্বহী সদস্য ওমর ফারুক, নাছির, ফখরুল ইসলাম, শাহাব উদ্দিন, রাফি ও উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page