মাদরাসায়ে মো. রফিকুল হক ভূইয়া ও ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর মাদ্রাসায়ে মো. রফিকুল হক ভূইয়া ও ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে দুলালপুর ও এর আসপাশের এলাকার প্রায় সাড়ে তিনশো দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে উপহার হিসেবে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সাবেক এপিপি (জজ কোর্ট- কুমিল্লা) এডভোকেট মমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসায়ে মো. রফিকুল হক ভূইয়া ও ইসলামিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান এ. এম জহিরুল আলম আরজু।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন ভূইয়া, গ্রীণট্রেক লিমিটেড (ঢাকা) এর চেয়ারম্যান মো. জাফর ইকবাল লিটন ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. আবু কাউছার, দুলালপুর ইসলামিয়া সাঈদীয়া হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লতিফ মৈশান, খসরুল আলম ভূইয়া, মেহেদী হাসান সুমন। সার্বিক তত্বাবধানে ছিলেন মরহুম রফিকুল হক ভূইয়ার ছেলে মো. সাইফুল হক কিশোর ও মো. আরিফুল হক ভূইয়া।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন দুলালপুর ইসলামিয়া সাঈদীয়া হাফিজিয়া মাদরাসার খতিব ও মহতামিম মো. আরিফ বিল্লাহ। সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুর রহিম অপু।

এছাড়া অনুষ্ঠানে খোকন ভূইয়া, ফারুক আহমেদ ভূইয়া, মোমেন ভূইয়া, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, যুবদল নেতা আলমগীর হোসেন, জাকির হোসেন পুলিশ, সাইফুল ইসলাম ভূইয়া প্রমূখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page