মেঘনা প্রতিনিধি।।
মালয়েশিয়ায় ২১ তলা উঁচু ভবন থেকে পড়ে মো. মোতালিব নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে দেশটির কনস্ট্রাকশন সাইডে ২১ তলা ভবনে কাজ করার সময় আকস্মিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিল্লায় নিহতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বজনরা জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১টার দিকে কনস্ট্রাকশন সাইডে ২১ তলা ভবনে কাজ করার সময় আকস্মিকভাবে ১০ তলা ভবনে ছিটকে পড়েন মো. মোতালিব। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে কনস্ট্রাকশনের মালয়েশিয়ান মালিক ও বাংলাদেশি কমিউনিটির লোকেরা যোগাযোগ করেছেন বলে জানা গেছে।
মো. মোতালিব (৩০) কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় মোতালিবের মৃত্যুর খবর পাই।’
এদিকে মো. মোতালিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো দেখুন:You cannot copy content of this page