মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরের ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু। জেলা প্রশাসক আমিরুল কায়সার স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের এক আদেশে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার নিয়োগ কার্যকর করা হয়।
জেলা প্রশাসকের স্মারক নম্বর-০৫.২০.১৯০০.০০৯.৪৩.০০৮.২৪-৭৪২ এ উল্লেখ করা হয়েছে— সম্প্রতি আকুবপুর ইউনিয়নে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ ও পরিষদের স্বাভাবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় সরকার বিভাগের সংশোধিত পরিপত্র ও বিভাগীয় কমিশনারের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত জুলাই মাসে ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে আলোচিত ত্রিপল মার্ডার (গণপিটুনি) মামলায় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুল প্রধান আসামি হন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এর মধ্যে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে বিরোধ, মানববন্ধন ও বিক্ষোভও হয়। স্থানীয়দের মতে, প্রশাসক নিয়োগের মাধ্যমে এ অচলাবস্থার অবসান হবে।
নতুন প্রশাসক পাভেল খান পাপ্পু বলেন, “এটা একটি নতুন দায়িত্ব। আইন ও বিধি অনুযায়ী আকুবপুর ইউনিয়নের প্রান্তিক জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইউনিয়নের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”