স্টাফ রিপোর্টার।।
গোপন তৎপরতায় অভ্যস্ত কিছু চক্রের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে চলমান অপপ্রচারের প্রতিবাদে উপজেলার ২২টি ইউনিয়নেই একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বুধবার) বিকেলে কায়কোবাদ এমপির নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেওয়া জনতার মুখে মুখে ছিল–
“মুরাদনগরের মাটি কায়কোবাদের ঘাঁটি,
অপপ্রচার করিস নারে, পিঠের চামড়া থাকবে না রে”
সহ নানা স্লোগান। পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢেউ।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা এখন এনসিপি ও অন্য রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় নিচ্ছে। তারা আওয়ামী লীগের সহযোগিতায় মুরাদনগরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মব তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ ও বিএনপির নেতাকর্মীরা আর কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না। সময় থাকতে সাবধান হন, না হলে জনগণ রুখে দাঁড়াবে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহির সিদ্দিকী, আনিছ খান ও গাজী আব্দুল বাছিরের নেতৃত্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিসের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল,উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদের নেতৃত্বে আকবপুর ইউনিয়ন বিএনপির মিছিল, সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের নেতৃত্বে জাহাপুর ইউনিয়ন বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ২২ টি ইউনিয়নের মিছিলগুলোতে ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page