
মনির হোসাইন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবৈধ ট্রাভেল এজেন্সি পরিচালনা করার দায়ে এক প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগের প্রেক্ষিতে বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আরিফ এয়ার ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার্স ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান। নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান লাইসেন্সবিহীন ভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল এই অভিযান অব্যাহত থাকবে।