মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৭টি অবৈধ ড্রেজার মেশিন অপসারণ ও ৫ হাজার ৩ শতফুট পাইপ অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার বাবুটি পাড়া, সাবিয়াকান্দি, চাপিতলা, টনকি ইউনিয়নের বিভিন্ন এলাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page