মুরাদনগরে এমপির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় শনিবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি পরিবারকে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ প্রতি পরিবারকে ১০ কেজির একটি করে প্যাকেটে দেয়া হয়।

এর আগে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী নায়েব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় তিনি বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যানমুলক কাজ করা।

আহসান হাবীব শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল,ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, মমিনুল হক মুন্সী, কৃষকলীগ নেতা মোঃ হাসান ইউপি সদস্য মোঃ বাদশা প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page