মনির খাঁন।।
বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’এই স্লোাগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা শাখার কৃষক লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সদরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্নেলন শেষে নতুন করে মুরাদনগর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন খন্দকার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকি এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ হাছান মমিয়া এবং বাঙ্গরা বাজার থানা কমিটি সভাপতি আবু মুছা আল কবির, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সবুজ সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম ভূইয়ার নাম ঘোষণা করেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৩ মুরাদনগর এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা কূষকলীগের যুগ্নআহবায়ক মাহফুজুর রহমান বাকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু.রুহুল আমিন, বাংলাদেশ কূষকলীগের কেন্দ্রীয় কার্যানিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিজুবুল বাহার রানা,কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ মজিবুর রহমান মিয়াজী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আলফাজ উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ সামিউল বাছির বিন শামি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড,মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক উক্ত সম্মেলনের উদ্বোধক পার্থ সারথী দত্ত, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম ভূঁইয়া, উপজেলা বাঙ্গরা বাজার থানা আহবায়ক আবু মূছা আল কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বকর সবুজ প্রমুখ, উক্ত সম্মেলনে উপজেলার কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page