মুরাদনগরে চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজির মৃত্যু

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রোয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। আর এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মৃত. আজগর আলী ছেলে মাওলানা মিজানুর রহমান মুনিরী (পীর) (৭৫) বৃহস্পতিবার রাত ১০টায় ইন্তেকাল করেন।

আর তার মৃত্যুর সংবাদ শুনে রাতেই পীরের বড় ভাই মৃত. আব্দুল মালেক মিয়ার মেয়ে খাদিজা আক্তার (৩৫) তার স্বামীর বাড়ীতে মারা যান। শুক্রবার সকাল ১০টায় কামাল্লা উত্তর পাড়া জামে মসজিদের মাঠে পীর মিজানুর রহমান মুনিরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয় পরে বাদ জুম্মা দ্বিতীয় জানাযা শেষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

এদিকে সকাল ১১টায় রোয়াচালা গ্রামে জানাযা শেষে ভাতিজী খাদিজা আক্তারকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয় হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page