মনির খাঁন।।
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার দেশ গড়বো সমাজসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালন হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় আবচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকতার্ গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমূল হুদা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (তদন্ত) আজিজুল বারি, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, ইউপি চেয়ারম্যান আবু মুছা, আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, সৈয়দ সওকত আহম্মেদ, গোলাম কিবরিয়া প্রমূখ।
আরো দেখুন:You cannot copy content of this page