মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর বাস পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় শতাধিক শ্রমিকের মাঝে শীতবস্ত্র ও নগদ ৫শ’ টাকা করে বিতরন করা হয়। এছাড়া মৃত. ৭জন ড্রাইভার শ্রমিকের পরিবারের মাঝে জনপ্রতি ২০হাজার টাকা ও ৯ জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান হিসেবে জনপ্রতি ৩ হাজার টাকা প্রদান করা হয়।
একসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মফিজুল ইসলাম,কোম্পানীগঞ্জ শাখার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফকির আলমগীর প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page