
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠের চাষযোগ্য জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দিতে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্পাসারণ অধিদপ্তর অফিসের কৃষক-কৃষনী প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষক ও কৃষাণীদের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির বীজ, সার এবং গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফী আহমেদ, আখলাসুর রহমান সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ৫৬৫০ জন কৃষক পাবেন রবিশস্যের বীজ ও সার, ২৪৫ জান কৃষক পাবেন সবজি বীজ ও সার, ১৫০ জন কৃষক পাবেন শুধুমাত্র সবজি বীজ আর বোরো ধানের বীজ ও সার পাবেন ১৩০০ জন কৃষক। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমে আসবে এবং রবি মৌসুমে মাঠে বহুমুখী ফসলের আবাদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।