১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন এক হাজারের বেশি মানুষ কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে মব তৈরি করে ৩ সাংবাদিক হেনস্তা ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন কুমিল্লায় সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র-সামগ্রী জব্দ

মুরাদনগরে বিরূপ আবহাওয়াতে পশুর হাট জমে উঠলেও বাড়েনি বিক্রি

  • তারিখ : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 23

মনির হোসাইন।।
বৈরী আবহাওয়ার মধ্যেও কোরবানি ঘিরে কুমিল্লার মুরাদনগরে জমে উঠেছে গবাদি পশুর হাট। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশী থাকায় বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত খামারিরা।

সোমবার সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি ও মুষলধারে বৃষ্টি হয়েছে মুরাদনগরে। এমন প্রতিকূলতার মধ্যেও এদিন মুরাদনগর উপজেলা সদরের বড় মাদরাসা মাঠের বাজার ঘুরে দেখা যায়, কোরবানিকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসছে গরু। দুপুর তিনটা পর্যন্ত ছোট-বড়-মাঝারি আকারের গরু বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। এদিন সরবরাহ বেশি থাকায় মূল হাটের আশেপাশেও গরু বিক্রির জন্য অপেক্ষা করতে থাকেন ক্রেতারা। তবে হাটে ক্রেতা আনাগোনা থাকলেও বিক্রি ছিল কিছুটা কম। অধিকাংশই দেখেছেন, যাচাই করছেন দাম।

খামারিরা বলছেন, গবাদিপশু লালন পালনে খরচ বেড়েছে। সে তুলনায় মিলছে না দাম। ভুষি, খুদ, কুড়ার দামও বেড়েছে। গরু পালনে খরচ বাড়লেও গরুর দাম আগের মতোই রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলেন, ছোট ও মাঝারি আকারের গরু ৮০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে গরুর চাহিদা বেশি। যারা ছোট ও মাঝারি গরু বাজারে এনেছেন তারা কিছুটা লাভের মুখ দেখছেন। বড় গরুর চাহিদা কম থাকায় বিক্রিও কম। খুব বেশী লাভ হচ্ছে না।

হিরার কান্দা গ্রামের আব্দুল করিম হাটে ১০ টি গরু নিয়ে এসেছেন। বিক্রি করেছেন তিনটি। তিনি বলেন, পশু পালনে খরচ বেড়েছ। কিন্তু সে তুলনায় মিলছে না দাম। খর, ভূষি, খুদ, কুড়ার দাম প্রায় আগের তুলনায় ৫০ ভাগ বেড়েছে। খরচ বাড়লেও গরুর দাম আশানুরূপ বাড়েনি।

হাটে কথা হয় ১২টি গরু নিয়ে আসা খামারি জহিরুল ইসলামের সাথে। তিনি বলেন, ২টি গরু বিক্রি করেছি। এখনো ১০ টি গরু বিক্রির বাকি রয়েছে। ক্রেতা বেশি থাকলেও বিক্রি হচ্ছে কম। বেশিরভাগ ক্রেতাই ঘুরে ঘুরে দেখছেন।
বাজারে আরো কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে কথা হয়। তারা জানান, বৈরি আবহাওয়ার মধ্যেও অনেক পশু ওঠেছে তবে ক্রেতা কম। এছাড়াও বিগত বছরগুলোতে যারা বড় বড় গরু কিনতেন ফলে বাজারে গরু বেচাকেনা কম। সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও খারাপ। এ কারণে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।

দিলালপুর গ্রামের আক্তার হোসেন জানান, বিক্রেতারা দাম বাড়িয়ে বলায় তিনি অপেক্ষা করছেন। ঘুরে ঘুরে দেখছেন। দামে পছন্দ হলে কিনবেন নয়তো অন্য হাট থেকে গরু কিনবেন।

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত রয়েছে কোরবানির পশু। এবছর উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১৮১৫৫টি। তবে পশু প্রস্তুত আছে ১৯০৪৯ টি। যার মধ্যে ১৪২৬৯টি গরু, ৫২টি মহিষ, ৩৯৬৩ টি ছাগল ও ৭৬৫টি ভেড়া । উপজেলার চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে ৮৯৪টি পশু।

error: Content is protected !!

মুরাদনগরে বিরূপ আবহাওয়াতে পশুর হাট জমে উঠলেও বাড়েনি বিক্রি

তারিখ : ১০:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

মনির হোসাইন।।
বৈরী আবহাওয়ার মধ্যেও কোরবানি ঘিরে কুমিল্লার মুরাদনগরে জমে উঠেছে গবাদি পশুর হাট। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশী থাকায় বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত খামারিরা।

সোমবার সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি ও মুষলধারে বৃষ্টি হয়েছে মুরাদনগরে। এমন প্রতিকূলতার মধ্যেও এদিন মুরাদনগর উপজেলা সদরের বড় মাদরাসা মাঠের বাজার ঘুরে দেখা যায়, কোরবানিকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসছে গরু। দুপুর তিনটা পর্যন্ত ছোট-বড়-মাঝারি আকারের গরু বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। এদিন সরবরাহ বেশি থাকায় মূল হাটের আশেপাশেও গরু বিক্রির জন্য অপেক্ষা করতে থাকেন ক্রেতারা। তবে হাটে ক্রেতা আনাগোনা থাকলেও বিক্রি ছিল কিছুটা কম। অধিকাংশই দেখেছেন, যাচাই করছেন দাম।

খামারিরা বলছেন, গবাদিপশু লালন পালনে খরচ বেড়েছে। সে তুলনায় মিলছে না দাম। ভুষি, খুদ, কুড়ার দামও বেড়েছে। গরু পালনে খরচ বাড়লেও গরুর দাম আগের মতোই রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলেন, ছোট ও মাঝারি আকারের গরু ৮০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে গরুর চাহিদা বেশি। যারা ছোট ও মাঝারি গরু বাজারে এনেছেন তারা কিছুটা লাভের মুখ দেখছেন। বড় গরুর চাহিদা কম থাকায় বিক্রিও কম। খুব বেশী লাভ হচ্ছে না।

হিরার কান্দা গ্রামের আব্দুল করিম হাটে ১০ টি গরু নিয়ে এসেছেন। বিক্রি করেছেন তিনটি। তিনি বলেন, পশু পালনে খরচ বেড়েছ। কিন্তু সে তুলনায় মিলছে না দাম। খর, ভূষি, খুদ, কুড়ার দাম প্রায় আগের তুলনায় ৫০ ভাগ বেড়েছে। খরচ বাড়লেও গরুর দাম আশানুরূপ বাড়েনি।

হাটে কথা হয় ১২টি গরু নিয়ে আসা খামারি জহিরুল ইসলামের সাথে। তিনি বলেন, ২টি গরু বিক্রি করেছি। এখনো ১০ টি গরু বিক্রির বাকি রয়েছে। ক্রেতা বেশি থাকলেও বিক্রি হচ্ছে কম। বেশিরভাগ ক্রেতাই ঘুরে ঘুরে দেখছেন।
বাজারে আরো কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে কথা হয়। তারা জানান, বৈরি আবহাওয়ার মধ্যেও অনেক পশু ওঠেছে তবে ক্রেতা কম। এছাড়াও বিগত বছরগুলোতে যারা বড় বড় গরু কিনতেন ফলে বাজারে গরু বেচাকেনা কম। সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও খারাপ। এ কারণে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।

দিলালপুর গ্রামের আক্তার হোসেন জানান, বিক্রেতারা দাম বাড়িয়ে বলায় তিনি অপেক্ষা করছেন। ঘুরে ঘুরে দেখছেন। দামে পছন্দ হলে কিনবেন নয়তো অন্য হাট থেকে গরু কিনবেন।

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত রয়েছে কোরবানির পশু। এবছর উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১৮১৫৫টি। তবে পশু প্রস্তুত আছে ১৯০৪৯ টি। যার মধ্যে ১৪২৬৯টি গরু, ৫২টি মহিষ, ৩৯৬৩ টি ছাগল ও ৭৬৫টি ভেড়া । উপজেলার চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে ৮৯৪টি পশু।