মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে একটি ভেজাল শিশুখাদ্য তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ৪ লাখ টাকার শিশুখাদ্য বিনষ্ট করা হয়। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নবীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান।
এ সময় বাদল ফুড এন্ড বেভারেজ কারখানা মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত শিশু খাদ্য ফ্লেভার জেলী ও আইস ললি তৈরি করার অপরাধে বাদল ফুড এন্ড বেভারেজ এর মালিককে ১লাখ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আনুমানিক প্রায় ৪লাখ টাকার শিশুখাদ্য বাজেয়াপ্ত করা হয় এবং বিনষ্ট করা হয়। শিশুদের নিকট আকর্ষণীয় এ অখাদ্য দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করার জন্য এ কারখানায় তৈরি করা হয় ।
জানা যায়, অননুমোদিত রং এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করে এ সকল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে। প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর সন্নিকটে বিভিন্ন দোকানে এ সকল নিষিদ্ধ খাদ্য বিক্রি করা হয়। এভাবেই কোমলমতি শিশুদের বিভিন্ন কঠিন রোগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বিপি জাকির হোসেন, বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page