মুরাদনগরে মাস্ক বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। কলেজের প্রবেশ পথে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয়, বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড সেনিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সহ¯্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মাস্ক বিতরণ করা হয়।

রোববার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ। কলেজ অধ্যক্ষ মো: সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম সরকার, কলেজ ছাত্র শফিউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাকির ও গীতা পাঠ করেন কলেজের সিনিয়র প্রভাষক রেখা রানী মোড়ল। অন্যান্যের মধ্যে কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page