১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

  • তারিখ : ০৮:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 67

মনির হোসাইন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন বিজয়ী হয়েছেন। নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ছিল উৎসবমুখর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটগ্রহণ চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সকলেই জানান, নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে।

যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রার্থী মোঃ আলমগীর হোসেন ২১৫ ভোট পেয়ে প্রথম স্থান নির্বাচিত হয়েছেন,আবুল কাশেম ২০১ ভোট পেয়ে ২য় স্থান হয়ে নির্বাচিত হয়েছেন,আলমগীর হোসেন ১৮৮ ভোট পেয়ে ৩য় স্থান এবং জসীম উদ্দীন ১৮৭ ভোট পেয়ে ৪র্থ হয়ে হয়েছেন।
সংরক্ষিত মহিলার প্রতিনিধিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রোকসানা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের সভাপতি খন্দকার আরিফ সিদ্দিকী বলেন, সুস্থ ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচিত প্রতিনিধিদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার জানান, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ক্যাটাগরির নির্বাচনে বিভিন্ন ধরনের গুজব ছড়ালেও কমিটির সম্মানিত সভাপতি, সদস্যগণ ,স্কুল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের সহায়তায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় এলাকার ভোটার সহ সকলকে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়ে সকলে একসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

error: Content is protected !!

মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

তারিখ : ০৮:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন বিজয়ী হয়েছেন। নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ছিল উৎসবমুখর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটগ্রহণ চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। সকলেই জানান, নির্বাচন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে।

যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রার্থী মোঃ আলমগীর হোসেন ২১৫ ভোট পেয়ে প্রথম স্থান নির্বাচিত হয়েছেন,আবুল কাশেম ২০১ ভোট পেয়ে ২য় স্থান হয়ে নির্বাচিত হয়েছেন,আলমগীর হোসেন ১৮৮ ভোট পেয়ে ৩য় স্থান এবং জসীম উদ্দীন ১৮৭ ভোট পেয়ে ৪র্থ হয়ে হয়েছেন।
সংরক্ষিত মহিলার প্রতিনিধিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রোকসানা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিদ্যালয়ের সভাপতি খন্দকার আরিফ সিদ্দিকী বলেন, সুস্থ ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচিত প্রতিনিধিদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার জানান, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ক্যাটাগরির নির্বাচনে বিভিন্ন ধরনের গুজব ছড়ালেও কমিটির সম্মানিত সভাপতি, সদস্যগণ ,স্কুল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের সহায়তায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় এলাকার ভোটার সহ সকলকে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়ে সকলে একসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের কাজ করার জন্য তিনি আহ্বান জানান।