মুরাদনগরে স্কাউটসের ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

মুরাদনগর প্রতিনিধি।।
মুরাদনগরে ৫ দিনব্যাপী ২৫৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট’স কুমিল্লা অঞ্চলের পরিচালনায় বুধবার দুপুরে উপজেলার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বেসিক কোর্স উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার গাজীউল হক চৌধুরী, কোর্স লিডার ও লিডার টেইনার আক্তারুজ্জামান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, মুরাদনগর টিভির চেয়ারম্যান হাবিবুর রহমান, সাংবাদিক বশির আহম্মেদ ডালিম, প্রশিক্ষক এএলটি আখেনুর আক্তার জাহান, শাহআলম, ছাদেকুল ইসলাম, সি,এএলটি রফিকুল ইসলাম ভুইয়া, শারমিন ফাতেমা, উডব্যাজার নাছিম ফারুকী, আব্দুল বাতেন ও ফজলেহ উদ্দিন প্রমুখ। উক্ত বেসিক কোর্সে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়। আগামী ১৩ ডিসেম্বর উক্ত কোর্স শেষ হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুরাদনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহম্মেদ ও গীতা পাঠ করেন গাইটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সাহা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page