মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্যর মৃত্যু

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল মিয়া মৃত্যুবরণ করেছেন।

বুধবার সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর, তিনি ১ স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায, বুধবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় জমিনে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফতাব উদ্দিন জানান, ইউপি সদস্য বাবুল মিয়া দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার বাদ আসর রামপুর-মটকিরচর ঈদগা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page