মুরাদনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লার জেলার নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান। মুরাদনগর থানা পুলিশের আয়োজনে রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মুরাদনগর থানা ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান, উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ও পীযূষ চন্দ্র দাস,এস আই আবুহেনা মোঃ মোস্তফা রেজা।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ডিপি জাকির হোসেন।

এই সভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামপ্রসাদ দেব,হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কমিটির সভাপতি শংকর রায় সাধারণ সম্পাদক দীনদয়াল পালসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page