মুরাদনগর বাঙ্গরায় খুনের মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় আজ ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রিটন চৌধুরী, শরীফুল ইসলাম, টিটু বড়ুয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার খোষঘর এলাকা হইতে মুরাদনগর থানার মামলা নং-১৪, তাং-২৩/০৪/১৯৯৬ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, জিআর-৪৯/৯৬, দায়রা নং-০৮/০৩ (৮১/২০০০) ইং এর যাবজ্জীবন কারাদন্ড ও ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী খোষঘর গ্রামের -মোঃ মিলন মিয়া বেগ এর ছেলে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন গত ২৩ এপ্রিল ১৯৯৬ সালের একটি খুনের মামলার আসামী সে, দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি,বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠিয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page