০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

  • তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 286

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)

error: Content is protected !!

“ মুসাফির এর বয়ান “ সৈয়দা মঈন

তারিখ : ০১:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

সৃষ্টি কুলের নিকট মহিমাময় মাসের সালাম দিয়া মুসাফির হাজির ।।।
সার্থের চিনতায় বিভোর হইয়া কি হইবে সময় তো মাএ দুই দিন !!! অতি সত্তর ফুরাইয়া যাইবে এই সাজ্ঞ লীলা . মুসাফির এর ঝুলিতে মালিকের পয়গাম রহিয়াছে কি সেই পয়গাম ??
বুঝিয়া ও কেহ বোধগম্য করিতে চায় না !!!
আফসোস ….. বুঝিলে যদি সম্পদ এর ভান্ডার এ টান পরিয়া যায় !!!
ওহে সৃষটি কুল নকল খর কুটা লইয়া মাতিয়া রহিলা
আপন ভুবন বানানোর কাজে ব্যস্ত রহিলা
একবার ও ভাবিয়া দেখিলা না সত্যিই আপন বলতে কি কিছু আছে ???
ভালবাসা বুঝিতে পারিলে না ব্যস্ত রহিয়া গেলা
নয় আর ছয় পয়সার হিসাব নিয়া ।।।
বেলা শেষে যে একটা চরম হিসাবের মুখামুখি হইতে হইবে
বেমালুম ভুলিয়া গেলে ???
কি খেলায় সময় হারাইলে মালিকের অমুল্য বানী গুলা কতবার ই না মুসাফির তোমাকে যানাইতে চাহিল তুমি নির্বোধ তাই অন্তর চক্ষু
বন্ধ করিয়া রাখিলে !!!
মুসাফির গাছতলায় বসিয়া জিকির এর ভজ্ঞিতে মালিকের পয়গাম বলিয়া যায় তুমি তাকে পাগল বলিয়া উপেক্ষা কর
ধোঁকাবাজির এই কারখানায় তুমি ডুবিয়া রহিলে !!!!
সাঁঝের বেলায় হন্য হইয়া খুজিয়া বেড়াইবে
যদি মালিকের দয়া হয় কুলের নাগাল পাইলেও
পাইতে পার
মুসাফির কত কঠিন ভাষায় কথোপথন করে
অন্তর দিয়া পড় বুঝিতে কষ্ট হইবে না
সবই প্রেমিক এর পয়গাম .
অতি মহব্বত এর সাথে তিনি সৃষ্টি করিয়াছিলেন
অধম তুমি আর আমি মালিকের সাথে ভালবাসা বিনিময় করিতে পারিলাম না !!!
মুসাফির তো মালিক চিনিতে পারিয়াছে
তাইতো গাছতলায় মহল বানাইয়াছে .
তার না আছে হারাবার না আছে কিছু পাবার
মালিকের ভালবাসায় পরিপুরন হইয়া সে দ্বারে
দ্বারে ঘুরিয়া বেড়ায় পয়গাম লইয়া
বুকের পাঁজর টাকে নাডা দিয়া দেখ
সময় থাকিতে পথ ধর
সুর্য ডোবার পালা !!! সারে তিন হাত
অন্ধকার বাসভবন আলোক সজজা নাই ॥॥॥
পরিষেশে ।।।
মুসাফির মুছরে আখি জল
ফিরেচল আপনারে নিয়া
ধারাবাহিক (চলবে)