মেঘনায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নেকবর হোসেন।।
মেঘনা উপজেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। রোববার দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ প্রকল্প গুলো উদ্বোধন করেছেন।

উদ্বোধনী সভা গুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন, থানা পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, প্রকল্প গুলো হলো উপজেলা প্রশাসনের আয়োজনে ও আমরা মেঘনা বাসী সামাজিক সংগঠনের কারিগরি সহযোগিতায় কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ দিন ব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা।

জাইকার অর্থায়নে যুব উন্নয়ন অফিসের আয়োজনে ড্রাইভিং প্রশিক্ষন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পল্লি চিকিৎসকদের নিয়ে জাইকার অর্থায়নে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা মুলক প্রশিক্ষণ, ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ সহ চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে উপজেলা প্রশাসন মডেল একাডেমির ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন।

এছাড়া মেঘনা উপজেলার ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ১ম সংশোধনী প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বর্তমান সরকারের উন্নয়ন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা,গুজব, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মাদক, বাল্যবিবাহ, যৌতুক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন এগুলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সনের ক্ষুধা দারিদ্রতামুক্ত স্বপ্নে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে অন্তরায়। এগুলি সমাজ ও পরিবারকে ধ্বংস করে।

তিনি এবিষয়ে তথ্য জানানোর হট লাইন নম্বর ৯৯৯, ৩৩৩, ১০৯ ও ১০৬ এর কথা সকলকে অবহিত করেন। এগুলিকে প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে দ্রæত এগিয়ে চলছে। প্রত্যেক বাড়ীতে বিদ্যুৎ পৌছে গেছে, তথ্য প্রযুক্তির সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া হয়েছে, গড়ে তোলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়নের ফলে নারীরা এখন শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে গেছে। নারীরা এখন স্বাবলম্বী, তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ সাইফুল মিয়া রতন সিকদার, উপজেলা চেয়ারম্যান, মেঘনা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার,কুমিল্লা, মোঃ মিরন সরকার, ভাইস চেয়ারম্যান, দিলারা শিরিন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেঘনা, লায়লা পারভীন বানু, উপজেলা শিক্ষা অফিসার, মেঘনা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ ও মোঃ আবুল কাশেম, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page