
শামীম রায়হান॥
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ড.খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের ৬ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ৬ জনের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট নগত ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়৷
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ড.খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাছরীন আক্তার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম ও অত্র কলেজে অভিভাবক সদস্য ও পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমূখ৷
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে যাতে পড়াশোনা বন্ধ না করে, এ ধরণের বৃত্তি তাদের বড় সহায় হয়ে উঠবে।”
এ সময় কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের পড়াশোনায় অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা দেবে।