কুমিল্লা নিউজ ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনক নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২১ আগষ্ট নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় এর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাস ও অভিনন্দনের মধ্যদিয়ে কুমিল্লাবাসীর এক মিলন মেলা ঘটে।
অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম। এতে প্রধান অতিথি ছিলেন জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। শপথ গ্রহন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সরকার ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে নতুন সভাপতি কাজী মোহাম্মাদ আছাদউল্লাহ কে কমিউনিটি সেবায় স্টেট অ্যাসেম্বলিওম্যান জিনিফার রাজকুমারের সাইটেশন তোলে দেন মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে মনির খানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনক নবগঠিত কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে কাজী মোহাম্মদ আছাদউল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কাজী মোহাম্মদ আসিফ উল্লাহ।
বক্তব্য দেন বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, ভিপি জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর ভুইয়া, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি, ইনামুল হক, কাজী নয়ন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ জহিরুল ইসলাম, সরোয়ার খান বাবু, মিয়া মুহম্মদ দুলাল, মোঃ আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু ও মহিলা সম্পাদিকা ইভা, নাহিদা হোসাইন রিমু।
এছাড়া কাজী আব্দুর রহিম মাস্টার, তাজুল ইসলাম চেয়ারম্যান, মোঃ দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, আবু কাউছার রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইউনূস সরকার, জাহাঙ্গির আলম সরকার ও কাজী তোফায়েল ইসলাম, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম সরকার, নাদির সরকার, ইন্জিনিয়ার আবদুল কাদের, মো. রুবেল, সাইফুল ইসলাম, আবদুস সালাম, আকবর হোসেন, মো. দেলোয়ার, মো. সেলিম উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি কাজী মোহাম্মদ আছাদউল্লাহ বলেন, ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করবো এই সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। এসময় তিনি, সংগঠনকে আরও তরান্বিত করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
আরো দেখুন:You cannot copy content of this page