রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির গৌরব ইতিহাস রয়েছে -এডভোকেট রেজাউল ইসলাম

সোনিয়া আফরিন।।
রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির গৌরবময় ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমানে ঘুষ-দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাজনিতিকরা রাজনীতিকে শুন্যে নিয়ে গেছে। অথচ রাজনীতি হচ্ছে মানুষের অধিকার আদায়ের জন্য, সমাজের উন্নয়নের জন্য। অথচ বর্তমান রাজনীতিবিদরা মনে করে এই সমাজের যত ঘুষ-দুর্নীতি, অনিয়ম আছে সব রাজনীতিতে আসলেই করা যায়। আমরা বর্তমান রাজনীতির দিকে তাকালেই দেখবেন রাজনীতি আজ কোন অবস্থানে গিয়ে পৌছেছে!

১২ ডিসেম্বর বেলা ১১টায় কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাষ্ট্র ক্ষমতা পেয়ে পাঁচ পাঁচবার বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্ণীতিতে ১নাম্বার করেছে এই দুই সরকার। তাই এক সময় যেই রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করতো। আজ ভাবছে রাজনীতি মানেই ঘূষখোর-দুর্ণীতিবাজ।
কুমিল্লা তিতাসে জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
উক্ত সভায় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সাবেক এমপি আলহাজ্ব আমির হোসেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য এমপি নাজমা আক্তার, প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, প্রসিডিয়াম সদস্য, আলমগীর শিকদার লোটন, প্রসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শারমিন, সাবেক এমপি মৌলভী মো. ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম-মহাসচিব মো. বেলাল হোসেন। আরো বক্তব্য রাখেন, সাংগঠণিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, কেন্দ্রীয় সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কেন্দ্রীয় সদস্য এয়ার আহমেদ সেলিম।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিক প্রমূখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার ও তিতাস উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. শেখ ফরিদ মুন্সি, জাতীয় মহিলা পার্টির সভাপতি সেফালী বেগম প্রমূখ। সভা শুরু হওয়ার আগে সকালে সভাস্থল ছিলো নেতাকর্মীদের উপস্থিতে উৎসব মূখর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page