০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

  • তারিখ : ১১:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 198

জহিরুল হক বাবু
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ — এই চার ইউনিয়নের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ময়নামতি উপজেলা বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হয়েছে সাবরেজিস্টার অফিস স্থাপনের মাধ্যমে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “গোমতী নদী দ্বারা ভৌগোলিকভাবে বিভক্ত এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা ও সাবরেজিস্টার অফিস থেকে দূরে অবস্থান করায় ভোগান্তিতে ছিলেন। জমি কেনাবেচা বা দলিল রেজিস্ট্রেশনের জন্য তাদের দূরদূরান্তে যেতে হতো। এই প্রতিকূলতা দূর করতে আমি চেষ্টা চালিয়ে সাবরেজিস্টার অফিস স্থাপনের ব্যবস্থা করেছি। ময়নামতিকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিও বাস্তবায়ন করা হবে।”

এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন, “এই অঞ্চলের উন্নয়ন হলে কুমিল্লা তথা পুরো দেশের মানুষের জীবনমান উন্নত হবে। কৃষি ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নিতা ইয়াসমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার উপদেষ্টা এবং সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম দিদার মৈশান।

সভাপতিত্ব করেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মুনতাকিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মবিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও মা’ই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবু মুছা, যুগ্ম আহ্বায়ক ও তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জিল্লুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খান, সাবেক যুগ্ম সম্পাদক মো. এনায়েত করিম ভূইয়া, আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম লাভলু, বিএনপি নেতা মাহাবুব আলম, আবুল হাসান, নাসির উদ্দীন, জয়নাল আবেদীন হাজারী, শামীমুল বাবুল, এরশাদুল হক, মিজানুর রহমান, মতিউর রহমান সেলিম ও মহসিন কবিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

তারিখ : ১১:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ — এই চার ইউনিয়নের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ময়নামতি উপজেলা বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হয়েছে সাবরেজিস্টার অফিস স্থাপনের মাধ্যমে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “গোমতী নদী দ্বারা ভৌগোলিকভাবে বিভক্ত এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা ও সাবরেজিস্টার অফিস থেকে দূরে অবস্থান করায় ভোগান্তিতে ছিলেন। জমি কেনাবেচা বা দলিল রেজিস্ট্রেশনের জন্য তাদের দূরদূরান্তে যেতে হতো। এই প্রতিকূলতা দূর করতে আমি চেষ্টা চালিয়ে সাবরেজিস্টার অফিস স্থাপনের ব্যবস্থা করেছি। ময়নামতিকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিও বাস্তবায়ন করা হবে।”

এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন, “এই অঞ্চলের উন্নয়ন হলে কুমিল্লা তথা পুরো দেশের মানুষের জীবনমান উন্নত হবে। কৃষি ও অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নিতা ইয়াসমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার উপদেষ্টা এবং সিনিয়র স্টাফ রিপোর্টার দিদারুল আলম দিদার মৈশান।

সভাপতিত্ব করেন উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মুনতাকিম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মবিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও মা’ই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবু মুছা, যুগ্ম আহ্বায়ক ও তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জিল্লুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, মাওলানা মুহাম্মদ মফিজুল হক, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মামুন মিয়া মজুমদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খান, সাবেক যুগ্ম সম্পাদক মো. এনায়েত করিম ভূইয়া, আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম লাভলু, বিএনপি নেতা মাহাবুব আলম, আবুল হাসান, নাসির উদ্দীন, জয়নাল আবেদীন হাজারী, শামীমুল বাবুল, এরশাদুল হক, মিজানুর রহমান, মতিউর রহমান সেলিম ও মহসিন কবিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।