মো. হুমায়ুন কবির মানিক।।
লাকসামে ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ এর ৮৯ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্থায়ী পরিষদের প্রথম অধিবেশন সোমবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার নশরতপুর রওজাতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ এর সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।
উপস্থিত ছিলেন ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ এর সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু হুরায়রা, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন বেলালী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আহমদ শফি, হাফেজ মোরশেদুল হক, মাওলানা মোঃ মোরশেদুল আলম, মুফতি হাবিবুন্নবী ইমন, মাওলানা মাহমুদুল হাসিব, হাফেজ মাইন উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, মাওলানা আবুল খায়ের, জিয়াউল হক তাহেরপুরী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সালাউদ্দিন, হাফেজ আশেক এলাহী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইলিয়াছসহ সংগঠনের দায়িত্বশীল ও লাকসাম-মনোহরগঞ্জের প্রায় ৮০টি প্রাইভেট মাদ্রাসার পরিচালকবৃন্দ।
এ সংগঠনের মাধ্যমে উন্নত চরিত্রবান, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক জাতিকে উপহার দেওয়া, সংগঠনের আওতাভুক্ত মাদরাসাসমূহের মধ্যে সংযোগ স্থাপন, পরস্পর পরিচিতি, সহানুভূতি, পারস্পারিক সহযোগিতা ও সম্প্রীতি সৃষ্টি করা, মাদরাসাসমূহের অবকাঠামোগত ও লেখাপড়ার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করাসহ সংগঠনের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে ভূমিকা পালন করাই লক্ষ্য বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page