
এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লার লাকসামে বৃহস্পতিবারে দিনব্যাপী মাদক বিরোধী অভিযান চালান লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলাম তার নেতৃত্বে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত তোফাজ্জল হোসেনের পরিচালনায় লাকসাম থানা পুলিশ। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সাহাপাড়া সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশী মদ, রয়েলষ্টেইগ, সিগন্যাসার, রয়েল গ্রীন হুইসকি, কিং ফিসার বিয়ারসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়।
উপজেলার গাজীমুড়া গ্রামেররিয়াজ হোসেন(২৮) ও সাজ্জাদ হোসেন অনিক(২২)কে ৪৫ পিছ ইয়াবাসহ আটক করার পর, মদ, হুইসকি, গাঁজাসহ আরোও
আটক করা হয় ওই এলাকার বাবুল সাহার পুত্র শিমুল সাহা (২৭) উত্তম গোস্বামীর ছেলে উৎপাল গোস্বামী(২৫),চিত্ত দেবনাথের ছেলে সবুজ দেবনাথ(২৫) এবং ইফসুফ আলীর ছেলে রাসেল (২৯)কে আটক করা হয়।
ওই মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ও ৬জন মাদক ব্যবসায়ী আটকসহ ২ টি মোটরসাইকেল জব্ধ করা হয় এবং তাদের বিরোদ্ধে মাদক আইনে মামলা প্রকিয়াধীন আছে বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন।











