লোডশেডিং, বিদ্যুৎ-রেলওয়ে ও জ্বালানী খ্যাতের সীমাহীন দূর্ণীতির অভিযোগে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
লোডশেডিং, বিদ্যুৎ, রেলওয়ে ও জ্বালানী খ্যাতের সীমাহীন দূর্ণীতির অভিযোগে এনে কুমিল্লায় প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

গতকাল শুক্রবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ কুমিল্লা এ সভা ও মানববন্ধন করে।

বাংলাদেশের চলমান লোডশেডিং বিদ্যুৎ রেল খাতের দুর্নীতি প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কুমিল্লার আহবায়ক

মোঃ ফয়েজ উল্লাহ, সদস্য সচিব গিয়াস উদ্দিন , গণ অধিকার পরিষদ নেতা ফজলে ইলাহি রুবেল, জয়নাল আবেদীন মাজহারি, শাহ আলম মন্টু, শাহ জালাল সাদি, সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন, লোডশেডিং, বিদ্যুৎ, রেলওয়ে ও জ্বালানী খ্যাতের সীমাহীন দূর্ণীতির কারনে দেশ এখন ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। এ সংকট আরো গভীর থেকে গভীরতর হবে।

সরকারের বিভিন্ন মহল এ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক বাজার দামের ঊর্ধ্বমুখিতাকে দায়ী করছে। মূলত এ পরিস্থিতির জন্য সরকারের লোকজনের দুর্নীতি-লুটপাট, ভুল নীতি ও অব্যবস্থাপনায় দাবী। এসব দূর্ণীতির লাগাম এখনই টেনে ধরতে হবে।

মানববন্ধন ও সমাবেশে জেলার ১৭টি উপজেলা শাখার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page