শিক্ষক দিবসে কুমিল্লায় ১০ শিক্ষক পেলেন সম্মাননা

নেকবর হোসেন।।
কুমিল্লায় সহকর্মী শিক্ষকদের সম্মাননা দিয়ে জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় বর্ণিল আয়োজনে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ স্লোগানে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক দিবস পালন করা হয়। এ সময় দশজন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি আবৃত্তি করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মঈন উদ্দিন।

শিক্ষক দিবসে কুমিল্লায় দশজন প্রবীণ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমান মজুমদার ফটিক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাফেজ ভূঁঞা, সদর দক্ষিণের চাঁদপুর জনতা স্কুল অ্যান্ড কলেজের ইন্সটাক্টর পলাশ কান্তি মজুমদার, শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেখা দত্ত, ফরিদা বিদ্যায়তনের সাবেক সহকারী প্রধান শিক্ষক অনিমা মজুমদার, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস কাজী আবদুর রাজ্জাক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়সল, ওয়াইডব্লিউসি এ স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে শুরু হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মিলনায়তনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. প্রফেসর জামাল নাছের, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক বর্তমান প্রধানরা।

এছাড়া দিবসটি উদযাপনে কুমিল্লায় আলাদা ভাবে শোভাযাত্রা, আলোচনা সভা, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page