শেখ কামাল যুবসমাজের অনুপ্রেরণা, তারণ্যের রোল মডেল -অধ্যক্ষ আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য হচ্ছেন সকল দল-মতের উর্ধ্বে।

তারা শুধু আওয়ামী লীগের ভাবলে ভুল হবে , তাঁরা সমগ্র জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল যুবসমাজের অনুপ্রেরণার উৎস। আলোকিত পরিবারের সন্তান হলেও জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে।

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মনে প্রাণে দেশীয় সংস্কৃতি লালন এবং চর্চা করতেন। খেলাধুলা, সঙ্গীত, অভিনয়, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি। তিনি তারণ্যের রোল মডেল। শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় তরুন ও যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শনিবার (৫ আগস্ট) শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু নাঈম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ ফারুক, ইতিহাস বিভাগের প্রভাষক ড. রাজিবুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের ক্ষিক মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ।

দোয়া ও মোনাজাত পরিচালা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. কামাল উদ্দিন জাফরী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে কলেজ ক্যম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page