ওমর আল জুনায়েদ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (৩১অক্টোবর) সকালে কলেজের উচ্চমাধ্যমিক শাখা ও ডিগ্রি শাখায় পৃথক দু’টি দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা।
এসময় কলেজের সকল বিভাগের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, কলেজের বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।