স্টাফ রিপোর্টার।।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলকে নরকের শাসনামল বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরের পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগা ময়দানে বন্যার্তদের মধ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ছিল নরকের, তাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে আইনের শাসন থাকলে শেখ হাসিনা হেরে যেতেন, তাই বিএনপিকে দমিয়ে রাখার জন্য যুবলীগ, ছাত্রলীগ থেকে পুলিশ বাহিনী বানিয়েছিলেন। তিনি জানেন ন্যায়ের শাসন থাকলে তিনি হেরে যাবেন।’
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সহ-সভাপতি সফিক বিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন তত্বাবধায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আমিরুল পাসা রাকিব সাংগঠনিক সম্পাদক সাহেদ পান্না, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আবদুল আলিম, যুবদল নেতা মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজসহ আরও অনেকে।
পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেড় হাজার বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page