মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি হয়। দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। এ সাফল্যের কারণে বিশ্ববাসীর কাছে বারবার প্রশংসিত হয়েছেন তিনি। এজন্য দেশ আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় আসীন হয়েছে। তাই বাংলাদেশের প্রয়োজনেই জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
আজ শুক্রবার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদ্যস্য হাজী মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, আওয়ামীলীগ নেতা মাওলানা আবুবকর।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ একটি আনন্দ র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরো দেখুন:You cannot copy content of this page