নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা হতে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ নভেম্বর সকালে সদর দক্ষিণের জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধনুসার গ্রামের সিরাজ মিয়ার ছেলে আবুল কালাম (৩৫), একই গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে আব্দুল মালেক (৩২); এবং একই থানার হাজীগ্রাম গ্রামের শহীদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২৫)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো দেখুন:You cannot copy content of this page