কাজী খোরশেদ আলম।।
সরকারের দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের খেসারত দিচ্ছে জনগন মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের কারনে দেশে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লুটপাট, মেগা প্রকল্পের নামে বিদেশী ঋন গ্রহন ও জবাবদিহিতা না থাকায় দেশে ক্রমশঃ শ্রীলঙ্কার ন্যায় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দফায় দফায় তেল, গ্যাস, বিদ্যুতের মুল্যবৃদ্ধির কারনে জনমনে নাভিশ্বাস উঠেছে। তাই গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার কুমিল্লা কান্দিরপাড়ে একটি মিলনায়তনে কুমিল্লা জেলা লেবার পার্টি আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
লেবার পার্টির কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক আজিজুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক কাজী খোরশেদ আলমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যান পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান তামান্না, বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন, লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ মিয়া চৌধুরী।
আরোও বক্তব্য রাখেন লেবার পার্টির কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোমিনুল হক, যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, সংগঠনিক সম্পাদক সৈয়দ সালাহ উদ্দিন।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ- সভাপতি রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শাহজাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নেয়ামত উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটি এম তাহের উল্লাহ, মহিলা বিষয় সম্পাদক ফারহানা তুম্পা, সমাজ কল্যান সম্পাদক পারভীন আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আরিফ চৌধুরী, পাঠাগার বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সদস্য ডাঃ মোঃ রুহুল আমিন প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page