মনির হোসাইন
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
দৈনিক প্রতিদিনের কাগজ দৈনিক মুরাদনগর উপজেলার প্রতিনিধি এম কে জাভেদ এর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন রাখেন সাংবাদিক হাবিবুর রহমান,আজিজুল রহমান রনি,মনির হোসাইন,হাফেজ নজরুল,রায়হান চৌধুরী, খোরশেদ আলম।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমেদ,জাকির হোসেন, সাখাওয়াত হোসেন তুহিন,আবুল বাশার, সাজ্জাদ হোসেন, আজিজুল হক,রুহুল আমিন,মোঃ ইউনুছ,মোঃ আরিফ,মাসুম মিয়াজী, ফারুক ও ময়নাল।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন সাহসী ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার, চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ সংলগ্ন এলাকায় তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।